ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সবার খবরই শেখ হাসিনার কাছে আছে: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
সবার খবরই শেখ হাসিনার কাছে আছে: ওবায়দুল কাদের ফাইল ছবি

ঢাকা: দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান চলছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কে কোথায় কী করছেন- সব খবর শেখ হাসিনার কাছে আছে।

অসৌজন্যমূলক ও বিতর্কিত বক্তব্যের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে ডা. মুরাদ হাসানের পদত্যাগের পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, কোনো অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। দেশবাসী এরই মধ্যে তার প্রমাণ পেয়েছে। অপরাধী যেই হোক, অপকর্ম যেই করুক, তিনি যেই হোন আইনের ঊর্ধ্বে নন। সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, অপরাধী দলীয় পরিচয় দেয় এবং সরকার কিংবা আওয়ামী লীগ কখনও কারো পক্ষে দাঁড়ায়নি, কখনও কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। বিভিন্ন হত্যাকাণ্ড ও খুনের ঘটনায়ও কিন্তু ছাত্রলীগের যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবরার হত্যার ব্যাপারে প্রায় সবাই ছাত্রলীগ করতো, সেখানেও কিন্তু সরকার কাউকে ছাড় দেয়নি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। সরকারের কোনোরূপ হস্তক্ষেপ করছে না। আমাদের অনেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। সাজা হয়েছে কারো কারো।

তিনি বলেন, ‘স্পস্টভাবে বলছি- অপরাধ করে কেউ ছাড় পাবে না। শেখ হাসিনার সরকার দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে। চলমান রয়েছে সরকারের শুদ্ধি অভিযান, কে কোথায় কী করছেন সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে। এমনকি স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহে মদদ দিচ্ছেন, তাদেরও প্রত্যেকের নাম কিন্তু প্রধানমন্ত্রীর কাছে চলে এসেছে। সময় মত প্রত্যেকেরই এ জন্য শাস্তি ভোগ করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ৭ ডিসেম্বর. ২০২১
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।