ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল-৭ আসনে জাপার প্রার্থী জহিরুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
টাঙ্গাইল-৭ আসনে জাপার প্রার্থী জহিরুল ইসলাম

ঢাকা: জাতীয় সংসদ উপনির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বনানী নিজ কার্যালয় থেকে জহিরুল ইসলাম জহিরকে মনোনয়নপত্র তুলে দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান মো. আরিফুর রহমান খান ও দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান প্রমুখ।

২০২২ সালের ১৬ জানুয়ারি জাতীয় সংসদ উপনির্বাচন ১৩৬ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।