ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিস্ট-দুঃশাসনের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে: সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
ফ্যাসিস্ট-দুঃশাসনের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে: সিপিবি

ঢাকা: ফ্যাসিস্ট, দুঃশাসন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (১৩ ডিসেম্বর) সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ, ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ভুলুণ্ঠিত। দেশে চলছে লুটপাটতন্ত্র। এ অবস্থার অবসান ঘটিয়ে দেশকে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র, অভিমুখীনতার পথে প্রতিষ্ঠা করার জন্য, প্রবল প্রতিকূলতার মুখেও দেশবাসী সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এ সংগ্রামে জনগণের বিজয় অবশ্যম্ভাবী। সিপিবি অগ্রভাগে থেকে এ সংগ্রাম এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।

সিপিবি নেতারা বলেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করেছে। এর সঙ্গে আসলে ‘গণতন্ত্রে’র কোনো সম্পর্ক নেই। নিজের দেশে ও বিশ্বে যুক্তরাষ্ট্রের আগাগোড়া ভূমিকা তার গণতন্ত্র ও মানবতাবিরোধী চরিত্রের প্রমাণ বহন করে। একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে যুক্তরাষ্ট্র পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার পক্ষে এবং গণতন্ত্র-মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিছুদিন আগেও যুদ্ধাপরাধী ঘাতক জামায়াতের পক্ষ নিয়ে তাকে মডারেড ইসলামী দল হিসেবে আখ্যায়িত করতে দেখেছি। এসব ভুরি ভুরি ঘটনার কথা বিশ্ববাসী অবগত। আজও তার সেই গণতন্ত্রবিরোধী ভূমিকা অব্যাহত আছে। অতীতের মতো নিজেকে ‘গণতন্ত্রের’ রক্ষাকর্তা দাবি করে সে বিশ্বব্যাপী গণতন্ত্র হত্যা, গণহত্যা, সেনা অভিযান, সার্বভৌমত্ব লঙ্ঘন, দেশ দখল, নয়া উপনিবেশিক কায়দায় লুণ্ঠন ইত্যাদি ঘৃণ্য তৎপরতা চালাচ্ছে। তার মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না।

তাদের এ ‘গণতন্ত্র-মানবাধিকার’ বিরোধী বিশ্ব-রণনৈতিক অভিযানের অংশ হিসেবেই সে সম্প্রতি গণতন্ত্র সম্মেলনের আয়োজন করেছে। মনে রাখতে হবে যে, ইতিহাস প্রমাণ করে-‘আমেরিকা যার বন্ধু, তার কোনো শত্রুর প্রয়োজন হয় না’। মার্কিন ষড়যন্ত্রের স্বরূপ সম্পর্কে সচেতন থাকার জন্য সিপিবি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সিপিবি একইসঙ্গে ফ্যাসিস্ট, দুঃশাসন এবং লুটরা-ধনবাদী ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র-ধর্মনিরপেক্ষতা-মানবাধিকার-সমাজতন্ত্র অভিমুখীনতা তথা মুক্তিযুদ্ধের ধারায় পরিচালনার জন্য বাম-গণতান্ত্রিক বিকল্প প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করছে। সিপিবি ফ্যাসিস্ট, দুঃশাসন ও সাম্রাজ্যবাদী আগ্রাসন-ষড়যন্ত্র উভয়ের বিরুদ্ধে একইসঙ্গে সংগ্রাম করে যাবে। দেশবাসীকে সেই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার জন্য সিপিবি আহ্বান জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।