ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

রাজনীতি

সরিষাবাড়ি আওয়ামী লীগের ২ নেতা বহিষ্কার

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
সরিষাবাড়ি আওয়ামী লীগের ২ নেতা বহিষ্কার

জামালপুর: সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর সরিষাবাড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরোধীতা করার কারণে দল থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুস ছালাম ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হাই।

বিদ্রোহী প্রার্থীর সঙ্গে প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বহিষ্কৃতদের সঙ্গে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করা হলো বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।