ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নিখোঁজ স্বেচ্ছাসেবকদল নেতার সন্ধান চান বৃদ্ধা মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
নিখোঁজ স্বেচ্ছাসেবকদল নেতার সন্ধান চান বৃদ্ধা মা

লক্ষ্মীপুর: চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর ফেরার পথে নিখোঁজ হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লাহ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর আসার পথে ফেনী থেকে তিনি নিখোঁজ হন তিনি।

আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করেও ওই যুবকের সন্ধান পায়নি তার পরিবার।

তার সন্ধান চেয়ে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরির আবেদন করতে যান নিখোঁজ বরকতের বৃদ্ধা মা সালেহা বেগম। কিন্তু থানা পুলিশ সাধারণ ডায়েরির আবেদনটি নেয়নি বলে জানিয়েছেন তিনি।

পুলিশ বলছে, বরকত উল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তিনি হত্যাসহ ৯ মামলার আসামি।

এদিকে, উপায়ন্তর না দেখে নিখোঁজ ছেলের সন্ধান পেতে গণমাধ্যমের মারফত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন সালেহা বেগম।

বরকত উল্লাহর ভাই মোসলেহ উদ্দিন বাংলানিউজকে জানান, স্বেচ্ছাসেবক দল করার কারণে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল। তিনি বাড়িতে আসতে পারতেন না। পুলিশ বিভিন্ন সময়ে তার খোঁজে বাড়িতে আসতো। ফলে তিনি চট্টগ্রামে থাকতেন।

গত রোববার (১৯ ডিসেম্বর) বাড়িতে আসার সময় ফেনী থেকে নিখোঁজ হন বরকত উল্লাহ। বিষয়টি তাদের এক আত্মীয়ের মাধ্যমে জানতে পেরেছেন বলে জানান তার ভাই মোসলেহ উদ্দিন। তাদের ধারণা পুলিশ তাকে আটক করেছে। তার ভাইয়ের সন্ধান চেয়ে চন্দ্রগঞ্জ থানায় গেলে কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে ডায়েরি করতে গেলেও পুলিশ তা নিচ্ছে না বলে জানান তিনি।

বরকতের মা সালেহা বেগম ও বোন বিউটি আক্তার বলেন, আমরা বরকতকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাকে গুম করা হতে পারে। আমরা তার সন্ধান চেয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

যোগাযোগ করা হলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বাংলানিউজকে বলেন, বরকত উল্লাহকে আমরা খুঁজছি গ্রেফতার করার জন্য। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ ৯টি মামলা রয়েছে।

বাংলাদেশে সময়: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।