ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে আ.লীগ থেকে বহিষ্কার বেড়ে ৮০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
হবিগঞ্জে আ.লীগ থেকে বহিষ্কার বেড়ে ৮০

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর ও বানিয়াচং উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে প্রার্থী হওয়ায় ২৫ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে জেলার সাত উপজেলায় বহিষ্কার হলেন ৮০ জন।

এ ঘটনায় হবিগঞ্জ এখন আলোচনার শীর্ষে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে নতুন করে ২৫ জনকে সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে জেলা আওয়ামী লীগ।  

বহিষ্কৃতদের মধ্যে মাধবপুর উপজেলায় ১৩, চুনারুঘাটে সাত ও বানিয়াচং উপজেলায় দ্বিতীয় দফায় পাঁচজন। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর।

বহিস্কৃতরা হলেন- মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে ফারুক আহম্মদ পারুল, বহরায় আরিফুর রহমান আরিফ ও মিজবাউল বার চৌধুরী লিপু, আদাঐর ইউনিয়নে তাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও আশিকুর রহমান দুলাল, জগদীশপুরে, মাসুদ খান, নাছির উদ্দিন খান ও  আব্দুল জলিল মনু, বুল্লা ইউনিয়নে মিজানুর রহমান মিজান বশির মিয়া ও শহীদ উদ্দিন আহম্মদ এবং বাঘাসুরা ইউনিয়নে মিজবাহ উদ্দিন তালুকদার সোয়েব।

চুনারুঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নে মাওলানা তাজুল ইসলাম, আহাম্মদাবাদে মো. আ. লতিফ, দেওরগাছে মো. মুহিতুর রহমান রুমন, পাইকপাড়ায় শামসুজ্জামান শামীম, শানখলায় আবুল কালাম চৌ. এখলাছ, সাটিয়াজুরীতে মো. আ. রশীদ ও রাণীগাঁও ইউনিয়নে মো. আনিছ আলী।

বানিয়াচং উপজেলায় দ্বিতীয় দফায় বহিষ্কার হলেন- উপজেলা সদরের এক নম্বর উত্তর পূর্ব ইউনিয়নে এসএম হাফিজুর রহমান, ৫ নম্বর দৌলতপুর মঞ্জু দাস, ৮ নম্বর খাগাউড়া মাসউদ আহমেদ কুরাইশী মক্কী, ৯ নম্বর পুকড়ায় নাসির উদ্দিন ও ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নে বাছির মিয়া।

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বহিষ্কৃতরা আওয়ামী লীগ ও বিভিন্ন সংযোগী সংগঠনের নেতা। সাময়িকভাবে বহিষ্কারের পর স্থায়ী বহিষ্কারের জন্য তাদের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার ২৫ জন ও ১৪ ডিসেম্বর বানিয়াচং ও লাখাই উপজেলা আরও ৩০ নেতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।


আরও পড়ুন

হবিগঞ্জে ৩০ চেয়ারম্যান প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার
https://www.banglanews24.com/national/news/bd/899341.details

হবিগঞ্জে আওয়ামী লীগের ২৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
https://www.banglanews24.com/politics/news/bd/895175.details

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।