ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে জাহাঙ্গীরপন্থি লাঞ্ছিত নেতার সংবাদ সম্মেলন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
গাজীপুরে জাহাঙ্গীরপন্থি লাঞ্ছিত নেতার সংবাদ সম্মেলন 

গাজীপুর: গাজীপুরে আওয়ামী লীগের সভায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমপন্থি দুই নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে।  

লাঞ্ছিত নেতা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মোকছেদ আলম তার ব্যবসায়িক কার্যালয়ে বুধবার (২২ ডিসেম্বর) এ সংবাদ সম্মেলন করেন।

 

এ সময় মোকছেদ আলম বলেন, মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে কিছু উচ্ছৃংখল তরুণ উসকানিমূলক মিছিল দিয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমানের ছেলের ওপর হামলা চালায়। পরে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর আলমের দালাল বলে আমার ও টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলীর ওপর হামলা চালায়। হামলাকারীদের অনেকেই গোয়েন্দা পুলিশের ওপর হামলা ও মাদক মামলার আসামি। তাদের কেউ কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।  

তিনি আরও বলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম দলীয় ও মেয়র পদ থেকে বহিস্কৃত হন। এরপর থেকে তার সঙ্গে কোনো দলীয় কার্যক্রম ও যোগাযোগ না করলেও জাহাঙ্গীরপন্থি নেতা অভিহিত করে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি। আমি দলের হাইকমান্ড ও প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১ 
আরএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।