ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি-যুবলীগের সমাবেশ ঘিরে নওগাঁয় ১৪৪ ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
বিএনপি-যুবলীগের সমাবেশ ঘিরে নওগাঁয় ১৪৪ ধারা

নওগাঁ: নওগাঁয় একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসন।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে দলটির জেলা আহ্বায়ক হাফিজুর রহমান জানান, সারা দেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর স্থানীয় নওযোয়ান মাঠে সমাবেশ আহ্বান করে নওগাঁ বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরইমধ্যে একই মাঠে জেলা যুবলীগও একটি কর্মসূচি ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৩টা থেকে আগামী ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধরা জারি করে প্রশাসন।

এদিকে এমন সিদ্ধান্তের পর পূর্ব-নির্ধারিত কর্মসূচি অন্যত্র করবেন জানিয়েছে জেলা বিএনপি। যদিও স্থান ও সময় এখনও ঘোষণা করেনি দলটি।  

এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতা জাহিদুল ইসলাম ধলু ও নজমুল হক সনিসহ অন্যন্য নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।