ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় ১৪৪ ধারায় জেলা ছাত্রলীগের সমাবেশ বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
নওগাঁয় ১৪৪ ধারায় জেলা ছাত্রলীগের সমাবেশ বাতিল

নওগাঁ: নওগাঁয় ১৪৪ ধারা জারি হওয়ায় জেলা ছাত্রলীগের সমাবেশ বাতিল হয়েছে 

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সিউল

আসাদুজ্জামান সিউল জানান, সম্প্রতি বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার দাবিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় প্রতিপন্ন করে উস্কানিমূলক বক্তব্য রাখছে বিএনপি' নেতাকর্মীরা আর তাই আমরা এসব অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে শহরের এটিম মাঠে একটি বিক্ষোভ সমাবেশ ডেকেছিলাম কিন্তু ১৪৪ ধারার কারণে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে 

বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল জানান, ১৪৪ ধারাকে ঘিরে বাড়তি সর্তকতা নিয়েছে পুলিশ যাতে করে পৌর এলাকায় কেউ সভা সমাবেশ করতে না পারে সেদিকে শতভাগ নজরদারি থাকবে পুলিশের কেউ যদি আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১

এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।