ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভাঙ্গা-চরভদ্রাসনে ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
ভাঙ্গা-চরভদ্রাসনে ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ

ফরিদপুর: শপথ নিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফরিদপুরে ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ১৫টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানরা।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নেন ভাঙ্গার ১২ জন ও চরভদ্রাসনের তিনজন চেয়ারম্যান।

এ সময় নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।

দুই উপজেলার শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউপির রেজাউল করিম (নৌকা), নুরুল্যাগঞ্জ ইউপির সৈয়দ শাহীন আলম শাহাবুব (স্বতন্ত্র), কালামৃধা ইউপির রেজাউল মাতুব্বর, ঘারুয়া ইউপির মুনসুর আহম্মেদ, আজিমনগর ইউপির মো. শাজাহান হাওলাদার, হামিরদী ইউপির মো. খোকন মিয়া, তুজারপুর ইউপির ওলিউর রহমান, আলগী ইউপির ম ম ছিদ্দিক মিয়া, চান্দ্রা ইউপির আব্দুল খালেক মোল্লা, চুমুরদী ইউপির মো. রফিকুল ইসলাম সোহাগ, মানিকদাহ ইউপির এ কে এম শহীদুল্লাহ (বাচ্চু) ও নাসিরাবাদ ইউপির মো. আলমগীর খান (স্বতন্ত্র)।

অন্যদিকে, চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চেয়ারম্যান আজাদ খান, গাজিরটেক ইউনিয়নে মো. ইয়াকুব আলী ও চর হরিরামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির শপথ নেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।