ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহিলা দলের নড়াইল-মাগুরা জেলা কমিটি অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
মহিলা দলের নড়াইল-মাগুরা জেলা কমিটি অনুমোদন

ঢাকা: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের নড়াইল ও মাগুরা জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিরীন জামানকে সভাপতি ও মধুমিতাকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল নড়াইল জেলা শাখার ১১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।

এছাড়া উম্বিয়া কুলসুম উর্মিকে সভাপতি ও অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটিকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল মাগুরা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুমোদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ