ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জন আ.লীগ থেকে বহিষ্কার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জন আ.লীগ থেকে বহিষ্কার 

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম ও জাতীয় শ্রমিক লীগের নেতা মাহফুজার রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  

একই সঙ্গে বহিষ্কৃত (বিদ্রোহী) প্রার্থী নজল হোসেনের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় খোর্দ্দকোমরপুর ইউনিয়নের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এর মধ্যে তরিকুল ইসলাম ২ নম্বর নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া মাহফুজার রহমান ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জাতীয় শ্রমিক লীগের ভাতগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।  

খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বহিষ্কৃত নেতারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াহেদুর রহমান চৌধুরী (রোজ), ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমাইল গাছু ও ৩ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুস সোবহান। এর মধ্যে নুরুল হোসেন বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী নজল হোসেনের বড় ভাই। এছাড়া আবদুস সোবহান স্বতন্ত্র প্রার্থী সামিউল ইসলামের বড় ভাই।  

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া খন্দকার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা আওয়ামী লীগের সম্মতিক্রমে ইউপি নির্বাচনে দলের প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাসহ তাদের পক্ষে থাকায় ছয় নেতাকে বহিষ্কার করা হয়।

তিনি আরও জানান, এর আগেও গত ১৭ জানুয়ারি একই অভিযোগে বহিষ্কার করা হয় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকে। এ নিয়ে সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে মোট ১৭ নেতাকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।