ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা ঘটনাস্থল, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর হোসেনকে (৪৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকবর হোসেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া বাজারের মজিবুর রহমানের ছেলে।

তিনি ১০ নং সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে সয়দাবাদের মুলিবাড়ীতে আলোচিত ট্রেন পোড়ানো মামলাসহ বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, সন্ধ্যার দিকে যুবদল নেতা আকবর হোসেন রান্ধুনীবাড়ী বাজারে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।  

সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহম্মেদ বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। রান্ধুনীবাড়ী বাজারের ব্যবসায়ীরা ভয়ে সব দোকান-পাট বন্ধ করে পালিয়ে গেছেন। বিস্তারিত পরে জানাতে পারবো।

এদিকে এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে অস্ত্রের মহড়া দিয়েছে আওয়ামী লীগ। তাদের অস্ত্রেই যুবদল নেতা খুন হয়েছেন বলে দাবি করেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
এসআই/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।