ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল, সম্পাদক জাকির 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল, সম্পাদক জাকির 

ঢাকা: নিখিল দাসকে সভাপতি ও জাকির হোসেনকে সধারণ সম্পাদক করে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ২২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজধানীর সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কাউন্সিল থেকে এ কমিটি গঠন করা হয়।

‘সংস্কৃতি হোক সমাজ বদলের হাতিয়ার’ এই শ্লোগানে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ, চারণের কেন্দ্রীয় সংগঠক জাকির হোসেন, শাহজাহান কবীর, আব্দুল্লাহ আল মামুন তাজু, কামরুজ্জামান ভ‚ইয়া, জসিম উদ্দিন, বিপুল কুমার দাস, অর্জুন দাস প্রমুখ।

কাউন্সিল শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা গান, আবৃত্তি করেন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
আরকেআর/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।