ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

কৃষক লীগ নেতা হত্যায় মামলা, আসামি সাবেক চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
কৃষক লীগ নেতা হত্যায় মামলা, আসামি সাবেক চেয়ারম্যান কৃষক লীগ নেতা মানিক সরদার

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে কৃষক লীগ নেতা মানিক সরদারকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিহতের স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় এ মামলাটি করেন।

মামলায় আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারসহ ১৭ জনকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আরও পাঁচ থেকে সাত জনকে আসামি করা হয়েছে।

নিহত মানিক সরদার একই এলাকার আলমগীর সরদারের ছেলে। তিনি কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ছিলেন।

এদিকে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে উত্তর কোলচরী সস্তাল এলাকা থেকে মৃত তাজিমউদ্দিন ঢালীর ছেলে মকবুল ঢালী (৪৮) এবং রাজারচার এলাকার অনুকূল মুনশির ছেলে অসীম মুনশিকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক বলেন, কৃষক লীগ নেতাকে হত্যা ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
জেডএ

***কালকিনিতে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
****কালকিনিতে কৃষকলীগ নেতাকে হত্যা, বসতবাড়িতে অগ্নিসংযোগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ