ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
রাজধানীতে ছাত্রদলের মশাল মিছিল ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এবং দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে রাজধানীর দুই স্থানে মশাল মিছিল করেছে ছাত্রদল।

রোববার (১৩ ফেব্রয়ারি) রাত ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল, শেরে-বাংলা নগর থানা ছাত্রদল এবং তেজগাঁও থানা ছাত্রদলের যৌথ আয়োজনে মশাল মিছিলটি কারওয়ান বাজার মোড় থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পযর্ন্ত গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আহ্বায়ক জসিম সিকদার রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাছিরুল ইসলাম খান রানা, যুগ্ম আহ্বায়ক সাজেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক এম, এ জাহিদ হাসান রাসেল, সদস্য মনির,  ঢাকা পলিটেকনিক ছাত্রদল নেতা আতিকুর রহমান, সাব্বির, শাকিল  শেরে-বাংলা নগর থানা ছাত্রদলের হিরা রাব্বি মোকলেসুর তেজগাঁও থানা ছাত্রদলের জহির রাজন প্রমুখ নেতা-কর্মী।

এছাড়া একই দাবিতে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে মহানগর পশ্চিম ছাত্রদলের আয়োজনে আরও একটি মশাল মিছিল করা হয়। মিছিলটি ১১ নম্বর বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মো. আশরাফুল হোসেন মামুন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, আফাজ উদ্দিন টিপু, সৈয়দ আহমেদ প্রিন্স, তাইফুর রহমান ফুয়াদ, সদস্য কামরুল ইসলাম বাদশাহ, শহীদুল ইসলাম, পল্লবী থানা ছাত্রদলের জাকারিয়া খান সিজার, নাসিম, নিরব, জুবায়ের, শরীফ, সাইফুল, রুপনগর থানা ছাত্রদলের মেহেদী হাসান, তানভীর হাসান মন্টি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এমএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।