ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ. লীগের কমিটি থেকে রাজাকার পুত্রের নাম বাতিলের সুপারিশ

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ১৩, ২০২২
আ. লীগের কমিটি থেকে রাজাকার পুত্রের নাম বাতিলের সুপারিশ

বরগুনা: মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালে বরগুনার শান্তি কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য মরহুম মফিজ উদ্দিন শরীফ ওরফে মজিফ রাজাকারের পুত্রের নাম ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি থেকে বাদ দেওয়ার সুপারিশ জানিয়েছেন উপজেলার একাধিক মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার ( ১২ মে )  আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. একেএম সামসুদ্দিন আহমেদ শানুর সভাপতিত্ব অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তারা এ দাবি জানান।

বরগুনার আমতলী উপজেলার স্বাধীনতা যুদ্ধের সময় থানা শান্তি কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য মরহুম মফিজ উদ্দিন শরীফ ওরফে মজিফ রাজাকারের পুত্র গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাড. নূরুল ইসলাম মিয়াকে আওয়ামী লীগের কোনো কমিটিতে না রাখার দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধা ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডেও সাবেক ইউপি সদস্য সামসুদ্দিন আহম্মেদ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় থানা শান্তি কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য মজিফ শরীফের পুত্র অ্যাড. আলহাজ্ব নূরুল ইসলাম মিয়াকে ইউনিয়নসহ আওয়ামী লীগের কোনো কমিটিতে না রাখার জোর দাবি জানাচ্ছি।  
এই বিষয়ে নূরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ১৩, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।