ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হামলা-মামলা: সাতক্ষীরা বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ১৪, ২০২২
হামলা-মামলা: সাতক্ষীরা বিএনপির বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ও সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মে) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে ইটাগাছা পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, তারিকুল হাসান ও হাবিবুর রহমান হবি।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহারসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।

একইসঙ্গে তারা সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১৪ মে, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।