ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ’লীগ বাংলাদেশকে লুটের রাজ্যে পরিণত করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
‘আ’লীগ বাংলাদেশকে লুটের রাজ্যে পরিণত করেছে’

পিরোজপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিচ জাহান শিরিন বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে আজ তাদের লুটের রাজ্যে পরিণত করেছে। সরকার আজ তাদের কর্মী বাহিনী দিয়ে দেশটিকে শাসন করছে।

দেশের সকল প্রশাসনের ক্ষমতা আজ শাসক দলের কর্মীদের হাতে। আওয়ামী লীগের কর্মীরা আজ পুলিশের ভূমিকা পালন করছে’।

দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের আওয়ামী সন্ত্রাসীদের হামলা, মামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার (১৪ মে) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনের সড়কে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম বাতেন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার।

এ সময় অ্যাডভোকটে বিলকিস জাহান শিরিন বলেন, ‘ভোট চোর সরকার, ব্যাংক ডাকাত সরকার। সম্প্রতি সময় তাদের আরও উন্নতি হয়েছে, তারা এখন তেল চোর। আমরা কি কোনো সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছি, শেখ হাসিনা সরকার দেশের মানুষের ওপর অত্যাচার করেছে, তারা বিভিন্ন রকম মামলা দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে শোষণ করছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে’।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।