ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে বিএনপির কর্মসূচি পণ্ড, আটক ১

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ১৪, ২০২২
ঝালকাঠিতে বিএনপির কর্মসূচি পণ্ড, আটক ১

ঝালকাঠি: পুলিশ ও সরকার দলীয় লোকজনের বাধার মুখে ঝালকাঠিতে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে গেছে। ঘটনাস্থল থেকে জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করেছে পুলিশ।

এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জে কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাভু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম হাসান খান, জাহিদুল ইসলাম, সদস্য সাদ্দাম হোসেন, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক নান্না খলিফা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, নলছিটি উপজেলা যুবদলনেতা মাসুদ হোসেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনসহ অন্যরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শনিবার (১৪ মে) সকাল ১১টায় শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শুরু হয়।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলের অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হলে পুলিশ বাধা দেয়। পরে সরকার দলীয় নেতাকর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জে বিএনপির কয়েকজন আহত হন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন তার ওপর হামলার অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি দলের লোকজন ও পুলিশ বাধা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, বিএনপি নিজেরাই বিশৃঙ্খলা করেছে। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ১৪ মে, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।