ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পদ্মা সেতুর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে রোববার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ২১, ২০২২
পদ্মা সেতুর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে রোববার

ঢাকা বিশ্ববিদ্যালয়: পদ্মা সেতুর সামারি বা সারসংক্ষেপ রোববার (২২ মে) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া তারিখ অনুযায়ী পদ্মা সেতু শিগগিরই উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২১মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহঙ্গীর কবির নানক প্রমুখউপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ২১, ২০২২
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।