ঠাকুরগাঁও: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ঈর্ষাপরায়ণ কটূক্তি, পরোক্ষভাবে মেরে ফেলার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২৩ মে) দুপুরে শহরের বিভিন্নস্থান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সেখানেই সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ হলেও নিজের বলে দাবি করছেন অবৈধ সরকার। আর সেই সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফেলে দেওয়া হবে বলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। যা কখনো মেনে নেওয়া যায় না। অন্যদিকে রাষ্ট্রের বাহিনীগুলোকে ব্যবহার করে সরকার জোর করে ক্ষমতা ধরে রেখেছে।
সমাবেশে সরকারের পদত্যাগের দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।
এ সময় জেলা ছাত্রদলের সভপতি মো. কায়েস, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মে ২৩, ২০২২
জেডএ