পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও জেলা আ.লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের দেওয়া তথ্যে জানা গেছে, এমপি সমর্থিত নেতাকর্মীরা উপজেলা পরিষদের মাঠের সভায় ঢুকতে গেলে আ.লীগের সভাপতির সমর্থকরা বাধা দেন। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত
হন।
সংঘর্ষে আউয়ালের অনুসারী শাহীন শুভ (২৫), সাজ্জাদ হোসেন (২৫), মো.
আলিফ হোসেন (২৬) ও সিরাজুল ইসলাম (৩৫) আহত হন। এছাড়া মন্ত্রী অনুসারি শহিদুল ইসলামও (৪০) আহত হন।
আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এছাড়া সেখানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সাবেক সংসদ সদস্য মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৩, ২০২২
এফআর