ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ

নেত্রকোনা: প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ পালন করেছে নেত্রকোনা জেলা বিএনপি।

আজ (২৬ মে) বৃহস্পতিবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টায় নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের ছোট বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্যসচিব ডক্টর রফিকুল ইসলাম হেলালীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স।

এ সময় সমাবেশে জেলা বিএনপি'র সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক খালেদা জিয়াকে হত্যার হুমকি প্রদর্শনের প্রতিবাদ জানান। সেই সঙ্গে দেশব্যাপী বিএনপির বিভিন্ন কর্মসূচিতে হামলা, মামলা বন্ধেরও জোর দাবি জানান নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।