ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাইকোর্ট মোড়ে ছাত্রদলকে ছাত্রলীগের ধাওয়া

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মে ২৬, ২০২২
হাইকোর্ট মোড়ে ছাত্রদলকে ছাত্রলীগের ধাওয়া ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা বিশ্ববিদ্যালয়: হাইকোর্ট মোড়ে ছাত্রদলকে ধাওয়া দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ মে) দুপরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অংশ হিসেবে ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নেয়। ছাত্রলীগের নেতাকর্মীরা দোয়েল চত্বরসহ ক্যাম্পাসের সব পয়েন্টে অবস্থান নেয়। ছাত্রদল স্লোগান দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে হাইকোর্টের ভেতরে ঢুকিয়ে দেয়। এসময় দুই পক্ষের হাতেই লাঠিসোটা, দেশীয় অস্ত্র দেখা যায়।

২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিএনপি চেয়ারপার্সনকে কটূক্তির প্রতিবাদ জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন। যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিনই সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীদের টিএসসিতে হামলা করা হয়। যাতে তিনজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল কর্মসূচি দেওয়ার কথা জানালে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মহড়া দেয়।

মঙ্গলবার (২৪ মে) ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়ার মাথা ফেটে যায়। এছাড়া ছাত্রদল কর্মী নাহিদ চৌধুরীকে ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে নেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকর্মী আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপরেই দোয়েল চত্বরে ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৪০-৫০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ২৬, ২০২২
এসকেবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।