ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার নামে জমি কিনলেন এমপি ইব্রাহিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মে ২৬, ২০২২
শেখ হাসিনার নামে জমি কিনলেন এমপি ইব্রাহিম

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

এই জমিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি।



বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার নুর জাহান বেগম নামে এক নারী থেকে ৭০ লাখ টাকা দিয়ে ৬ শতাংশ জমি ক্রয় করেন তিনি।  

স্থানীয় চাটখিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা দলিলে জমির গ্রহীতা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নাম ব্যবহার করা হয়েছে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।  

এইচ এম ইব্রাহিম জানান, দীর্ঘদিন থেকে চাটখিল উপজেলায় আওয়ামীলীগের নিজস্ব ভবন নেই। এজন্য আমি ব্যক্তিগত তহবিল থেকে ৭০ লাখ টাকা ব্যয় করে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই জমি কিনেছি। একটি সুন্দর ও নান্দনিক পরিবেশে উপজেলা সদরে দলীয় অফিস নির্মাণ করা হবে। আমরা খুব দ্রুত সেখানে দলীয় অফিসের কাজ শুরু করবো।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।