ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে মহিলা আ. লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ২৮, ২০২২
বাগেরহাটে মহিলা আ. লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাগেরহাট: বাগেরহাটে জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সীতা রানী দেবনাথের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন।

এ সময় মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জোবেদা মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক অ্যাড. শরীফা খানম, যুগ্ন সাধারণ সম্পাদক তালুকদার রিনা সুলতানা, হাসিনা রহমান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তার, কুচয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সরোয়ার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া রহমান, তানিয়া আক্তার, মল্লিকা রানী দাস, হাসিনা রহমান, আজমিন নাহার, সাগর আক্তার রিনা, কামরুন্নাহার হাই, হোসেনে আরা মিলি, রেহেনা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সব অপশক্তি রুখে দেবে। ২০২৩ সালের নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এজন্য মহিলা আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

২০২৩ সালের নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় বাগেরহাট জেলা, উপজেলার শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মে ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।