ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৯ বছর পর কমিটি, রায়পুর উপজেলা আ.লীগের সভাপতি মামুনুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মে ৩১, ২০২২
১৯ বছর পর কমিটি, রায়পুর উপজেলা আ.লীগের সভাপতি মামুনুর

লক্ষ্মীপুর: দীর্ঘ ১৯ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ মে) বিকেলে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

 

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।  

নতুন কমিটিতে আগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদকে সভাপতি করা হয়েছে। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।  

সাধারণ সম্পাদক করা হয়েছে রফিকুল হায়দার বাবুল পাঠানকে। তিনি সাবেক সাধারণ সম্পাদক ও রায়পুর পৌরসভার মেয়র ছিলেন। আগের কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল খোকনকে সিনিয়র সহ-সভাপতির পদে রাখা হয়েছে।  

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. শাহজাহান চেয়ারম্যান, কাজি গুলজার, হারুনুর রশিদ, দিদার হোসেন দেলু, তোফাজ্জল চেয়ারম্যান, সাইদুল বাকীন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট, সফিক খান, কামরুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, তানবীর হায়দার রিংকু, সফিউল আজম চৌধুরী সুমন, প্রচার সম্পাদক শরিফ হোসেন খোকন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিপন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রিফাত জিকু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক তুষার,
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মানু চৌধুরী, আইন সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আজম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আখতার মিঝি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভিপি আলমগীর, কৃষি ও সমবায় সম্পাদক আসিফ রুহুল আরিফ।

কমিটি ঘোষণার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ঐক্যমতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সবার সম্মতিতে অনুমোদিত।  

দলীয় কয়েকজন নেতা জানান, ২০০৩ সালে রায়পুর উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ১৯ বছরে কমিটির সভাপতিসহ অন্তত ২০ জন নেতা মৃত্যুবরণ করেন। এছাড়া মেয়াদোত্তীর্ণ কমিটির কারণে সাংগঠনিকভাবে উপজেলা আওয়ামী লীগ একেবারে ঝিমিয়ে ছিল। নতুন নেতৃত্বের মাধ্যমে এ উপজেলার সাংগঠনিক কার্যক্রম উজ্জীবিত হবে বলে মনে করেন তারা।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।