ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এলডিপির একাংশের কমিটি পুনর্বিন্যাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ১, ২০২২
এলডিপির একাংশের কমিটি পুনর্বিন্যাস

ঢাকা: গত ১৩ মে অলি আহমদের নেতৃত্ব থেকে আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন এলডিপিতে যোগদানকারী নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি পুনর্বিন্যাস করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ মে) দলের মহাসচিবের উত্তরা কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সাবেক হুইপ আবদুল করিম আব্বাসীকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি আবদুল গনী, সহ সভাপতি ড. আবু জাফর সিদ্দিকী, সৈয়দ ইব্রাহিম রওনক, মোড়ল আমজাদ হোসেনসহ সাতজন সহ সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করে পুনর্বিন্যাসকৃত কমিটিতে অতিরিক্ত মহাসচিব হিসেবে তমিজ উদ্দিন টিটু, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এম এ বাশার, যুগ্ম মহাসচিব চাষী এনামুল হক, এ এস এম মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম বেলাল হোসেন নির্বাচিত হয়েছেন।  

কমিটি পুনর্বিন্যাস প্রসঙ্গে এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, যারা অলি আহমদের রহস্যজনক রাজনীতির চর্চা থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মের নেতৃত্বে যুক্ত হয়েছেন, তাদের প্রত্যেককে এলপিডির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন। গত ১২ মে যারা অলি আহমদের নেতৃত্ব ছেড়ে ১৩ মে এলডিপিতে যোগ দিয়েছেন, রাজনৈতিকভাবে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রামে বিএনপির নেতৃত্বকে শক্তিশালী করতে এবং ভবিষ্যতে শক্ত আন্দোলন গড়ে তুলতে এলডিপির নেতাকর্মীদের সিদ্ধান্ত ঐতিহাসিক মাত্রা এনে দিয়েছে। ’

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘বর্তমানে বিনাভোটের আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে ধর্ম-বর্ণ-মতাদর্শ নির্বিশেষে যে জাতীয় ঐক্য গড়ে উঠছে, সেই ঐক্যকে ইস্পাত দৃঢ় করে গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের দিকে এগিয়ে নিতে হলে জাতীয়তাবাদী শক্তির ধারক-বাহক বিএনপির বিকল্প নেই। দেশের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, আগামীতে এলডিপি এই নেতৃত্বেকে ধরে রেখেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবে। ’

শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমি অলি আহমদের নেতৃত্বে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, রহস্যজনক রাজনীতি ছেড়ে স্পষ্ট রাজনীতির পথে এসে দেশবাসীর সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করুন। তা না হলে নিজেরাও এক সময় পস্তাবেন, দেশের মানুষও আপনাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। তাই অনতিবিলম্বে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বকে সুদৃঢ় করে সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাই। ’

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা,  জুন ০১, ২০২২
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।