ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

রাজনীতি

‘পদ্মা সেতু দেখে মাথা নষ্ট হয়েছে মির্জা ফখরুলের’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুন ৩, ২০২২
‘পদ্মা সেতু দেখে মাথা নষ্ট হয়েছে মির্জা ফখরুলের’

হবিগঞ্জ: ‘পদ্মা সেতুর সফল নির্মাণ দেখে মির্জা ফখরুলের মাথা নষ্ট হয়ে গেছে’— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (৩ জুন) হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে চেয়েছিলেন বলে মন্তব্য করে নানক বলেন, ড. ইউনুসের মাধ্যমে বিশ্ব ব্যাংকে চিঠি পাঠিয়ে পদ্মা সেতু নির্মাণ ঠেকাতে চেয়েছিলেন খালেদা জিয়া। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের টাকায় সেতু নির্মাণের উদ্যোগ নিলে পদ্মা সেতু ভেঙে পড়বে বলে তিনি মন্তব্য করেছিলেন। এতেই বোঝা যায় বিএনপি উন্নয়ন চায় না, তারা দেশের মানুষের রক্ত চায়।  

পদ্মা সেতু নিয়ে জাহাঙ্গীর কবির নানক জানান, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে এবং সেতুটি নির্মাণের ফলে তিন শতাংশ প্রবৃদ্ধি বেড়ে যাবে।

সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।

বিশেষ অথিতি ছিলের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য আজিজুস সামাদ ডন, ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, নূর উদ্দিন চৌধুরী বুলবুল প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান এবং পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশোতোষ অধিকারী শংকর।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।