ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রিজভীর প্রেমে পড়েছেন চন্দন শীল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ৪, ২০২২
রিজভীর প্রেমে পড়েছেন চন্দন শীল!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল বলেছেন, এখানে আসার সময় গাড়িতে বসে মোবাইল ঘাটছিলাম। সেখানে দেখলাম বিএনপির রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করেছেন।

অনেক কিছু বললেন। তার একটা জিনিস ভাল লেগেছে। তার দলের নেতাকর্মীরা তাকে মিথ্যা কথা বলার জন্য বহুবার কথা শুনিয়েছেন। এত শুদ্ধভাবে তিনি মিথ্যা কথা বলেন- তাতে সত্যিই তার প্রেমে পড়ে গেছি।

শনিবার (৪ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। এসময় সভাপতির বক্তব্যে একথা বলেন বাবু চন্দন শীল।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা শামীম ওসমান, যাকে ঘিরে আমরা লড়াই সংগ্রাম করি, তার সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি আপাতত চিকিৎসার জন্য বিদেশে আছেন। তিনি দুয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন। আমাদের প্রিয় নেতা ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কাণ্ডারি শামীম ওসমানের নেতৃত্বে খুব শিগগিরই একটা সমাবেশ করব। সেদিন আমরা বক্তব্য দেব এবং বক্তব্য শুনব।

তিনি বলেন, শুধু বলতে চাই আমাদের পূর্ব পুরুষ জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিলেন। স্বাধীনতার পরাজিত শক্তি জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল। উদ্দেশ্য একটাই বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া। আমাদের প্রজন্ম শপথ নিয়েছিলাম জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাবিরোধীদের বিচার করে ঘরে ফিরব। আমরা আমাদের কথা রেখেছি। তাদের বিচার এ দেশের মাটিতে হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সঙ্গে আছে। তাদের নিয়ে আমরা মাঠে থাকব। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

তিনি বলেন, জাতির জনকের কন্যা দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করেছেন। ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন হবে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতি জাম্প দিবে। ভবিষ্যতে আপনারা (বিএনপি) যে ভাষায় কথা বলবেন, আমরাও সেই ভাষায় জবাব দেব।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুন ৪, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।