ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুসিক নির্বাচনের প্রথম ইশিতেহার ঘোষণা হাতপাখার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুন ১০, ২০২২
কুসিক নির্বাচনের প্রথম ইশিতেহার ঘোষণা হাতপাখার

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারণার ১৪তম দিনে ইশতেহার প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী। কুসিক নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থীর এটিই প্রথম ইশতেহার।

 

শুক্রবার (১০ জুন) নগরীর হাতপাখার নির্বাচনী প্রধান কার্যালয় কুমিল্লা নগরীর কচুয়া চৌমুনীতে ১৩ দফার এ ইশতেহার তুলে ধরেন।  

ইশতেহারে নাগরিক সেবা, জলবদ্ধতা, যানজট, শিক্ষার উন্নয়ন, দুর্নীতিমুক্ত শাসন, সাবেক মেয়রের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, হিজড়া সম্প্রদায়ের উন্নয়ন, নাগরিক সমাজ নিয়ে উন্নয়ন চিন্তা, হকার, মাদক, সন্ত্রাসমুক্ত নগর গড়াসহ সার্বিক উন্নয়ন করার পরিকল্পনা তুলে ধরা হয়।
 
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাশেদুল ইসলাম বলেন, দলগতভাবে আমরা সংখ্যায় কম হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। দুর্নীতি মুক্ত ও সমস্যাহীন একটি নগরী উপহার দেব।  

আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হাসান খোকন, জেলা সেক্রেটারি মাওলানা নুর হুসাইন, নগর সেক্রেটারি এনামুল হক, নগর ছাত্র আন্দোলনের সভাপতি খালেদ সাইফুল্লাহ ও সেক্রেটারি রবিউল ইসলাম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।