ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএন‌পির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ১১, ২০২২
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএন‌পির বিক্ষোভ

বরিশাল: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ ক‌রে‌ছে বিএন‌পি।

শনিবার (১১ জুন) সকালে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশের পর একই দাবিতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তা পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। পরে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আ. ছাত্তার খান, উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু, গিয়াস উদ্দিন দিপেন প্রমুখ।

দক্ষিণ জেলা বিএনপির সমাবেশে সভাপতিত্ব করেছেন আহ্বায়ক মজিবর রহমান নান্টু। সদস্য সচিব আকতার হোসেন মেবুলের সঞ্চালনায় বক্তব্য দেন সদস্য নুরুল আমিন, নাজিম উদ্দিন আহমেদ পান্না, সাদেকুর রহমান লিঙ্কন, মন্টু খান, মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে ম‌জিবর রহমান নান্টু বলেন, এই অগণতান্ত্রিক সরকারের আমলে মানুষ শান্তিতে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এ সরকার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় আজ দাম বেড়েছে। তাই অবিলম্বে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশ শেষে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টার করলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে মিছিল করতে না পেরে বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।