ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে জাপার বর্ধিত সভায় অপ্রীতিকর ঘটনা অনুসন্ধানে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুন ১২, ২০২২
টাঙ্গাইলে জাপার বর্ধিত সভায় অপ্রীতিকর ঘটনা অনুসন্ধানে কমিটি

ঢাকা: গত ৮ জুন টাঙ্গাইল জেলা পার্টির বর্ধিত সভায় সংঘটিত অপ্রীতিকর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় পার্টি (জাপা)।  

রোববার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।

তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে সরেজমিনে তদন্ত সাপেক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের কাছে রিপোর্ট জমা দেবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ১২, ২০২২
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।