ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সভাপতি হয়েই দলীয় নেতাদের পেটালেন আওয়ামী লীগ নেতা!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ২৪, ২০২২
সভাপতি হয়েই দলীয় নেতাদের পেটালেন আওয়ামী লীগ নেতা!

রাজশাহী: নির্বাচনে বারবার নৌকার বিপক্ষে অবস্থান ও মাদ্রাসা-গোরস্থানের জমি গোপনে বিক্রিসহ নানা অভিযোগ সত্বেও রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সোহরাব আলী। বিতর্কিত এই নেতা সভাপতি হয়েই নৌকার পক্ষে কাজ করায় দলীয় নেতাদের পিটিয়ে গুরুত্বর জখম করেছেন।

বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে সোহরাব আলীর নেতৃত্বে তাদের ওপর এই হামলা করা হয় বলে অভিযোগ। সোহরাব আলী ছাড়াও হামলায় অংশ নেন- তার ছোট ভাই আসাদুল ও কামরুল, ছেলে সৌমিক, ক্যাডার সম্রাট, হাবিবসহ কয়েকজন।  
 
এ ঘটনায় আহতরা হলেন- রাজশাহী জেলা স্বেচ্ছাসেবকলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ গালিব (৩৪), তার বাবা পারিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হেলাল তালুকদার (৬৫) ও পবা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম চঞ্চল (৩৫)। আহতদের রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।  

আহত আসাদুল্লাহ গালিব বলেন, আওয়ামী লীগ পরিবারের সন্তান ও ছাত্র অবস্থা থেকেই দলের প্রতি ভালোবাসা থেকে সব সময় নৌকার পক্ষে কাজ করেছি। এতে শুরু থেকেই আমাদের পরিবারের প্রতি ক্ষোভ ছিল সোহরাবের। পারিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীককে হারানোর পর আমার ওপর আগেও একবার হামলার চেষ্টা করা হয়। এবার সভাপতি হওয়ার তিনদিনের মাথায় আওয়ামী লীগের অফিসে ধরে নিয়ে গিয়ে মারধর করলেন। এমনকি পারিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের টানা ১৩ বছর সভাপতির দায়িত্বে থাকা আমার বাবা প্রবীণ আওয়ামী লীগ নেতা হেলাল তালুকদারকে পিটিয়ে জখম করা হয়।

এসময় তারা (হামলাকারীরা) বলেন, তোর লিটন (রাসিক মেয়র) বাপের কাছে অভিযোগ দিয়েও আমার সভাপতি হওয়া ঠেকাতে পারলি? এখন মার ঠেকানোর জন্য কোন বাপকে ডাকবি?

আসাদুল্লাহ গালিব জানান, গোরস্থানের জমি গোপনে অন্যের কাছে বিক্রির সময় স্থানীয় জনগণের তোপের মুখে পড়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে সেসময় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। বিভিন্ন ব্যবসায়ীর টাকা নিয়ে শোধ না করার ঘটনা খুব স্বাভাবিক বিষয় তার (সোহরাব) কাছে। এই লোক কয়েক বছরের মধ্যে সামান্য ব্যবসায়ী থেকে কয়েক কোটি টাকার সম্পদ করেছেন রাজনীতির পদ বাগিয়ে।
  
জানতে চাইলে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এসএস/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।