ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরেছেন রওশন এরশাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
দেশে ফিরেছেন রওশন এরশাদ রওশন এরশাদ

ঢাকা: দীর্ঘ সাড়ে সাত মাস ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির (জাপা) অন্যতম প্রতিষ্ঠাতা রওশন এরশাদ।

সোমবার (২৭ জুন) দুপুর ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।

 

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রওশন এরশাদকে সম্বর্ধনা জানাতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে রওয়ানা করেছেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।