ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সারাদেশে কৃষকদলের বিক্ষোভ মিছিল সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
সারাদেশে কৃষকদলের বিক্ষোভ মিছিল সোমবার

ঢাকা: জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর রোববার (৪ সেপ্টেম্বর) ফরিদপুরে হামলার প্রতিবাদে সোমবার (৫ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে কৃষক দল।

কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম জানান, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর রোববার (৪ সেপ্টেম্বর) ফরিদপুরে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ যৌথভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করছে।

এর প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে সোমবার দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন সারাদেশে জেলা ও মহানগরে কৃষকদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ মিছিল সফল করার জন্য অনুরোধ করেছেন।

প্রসঙ্গত, রোববার (৪ সেপ্টেম্বর) ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশে ছাত্রলীগ-যুবলীগ হামলা করে। এ হামলায় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনসহ অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করছে জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।