ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'রানি এলিজাবেথ ছিলেন ব্রিটেনের জাতীয় ঐক্যের প্রতীক'

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
'রানি এলিজাবেথ ছিলেন ব্রিটেনের জাতীয় ঐক্যের প্রতীক'

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।  

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি প্রয়াত রানি এলিজাবেথ এর আত্মার চির শান্তি কামনা করেছেন।

পাশাপাশি প্রয়াত রানির শোক-সন্তপ্ত পরিবারের সদস্য ও ব্রিটেনের শোকার্ত জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রানি এলিজাবেথ ছিলেন ব্রিটেনের জাতীয় ঐক্যের প্রতীক। শুধু ব্রিটেন নয়, সারা বিশ্বের মানুষের গভীর শ্রদ্ধা আর ভালোবাসা অর্জন করতে সমর্থ্য হয়েছেন তিনি। দীর্ঘ জীবনে সর্বাধিক ব্রিটিশ প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে তিনি রেকর্ড গড়েছেন তা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। মানবকল্যাণে রানি দ্বিতীয় এলিজাবেথ এর অবদান অক্ষয় হয়ে থাকবে।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এর মৃত্যুতে একইভাবে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।