ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে বিএনপির মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
রূপগঞ্জে বিএনপির মশাল মিছিল

নারায়ণগঞ্জ: বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি মূল্যে বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যে বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া মূল্যে বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী নিহতের প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তি এবং ভোটবিহীন সরকারের পদত্যাগ দাবি করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি মশাল মিছিল বের করেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালনি এলাকায় মিছিল বের করেন নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু।

এর আগে,  গত শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার ভুলতা-বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি মশাল মিছিল বের করলে বাধা দেয় যুবলীগ। এ নিয়ে যুবলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।  

এ ছাড়া বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

রোববার ফের বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচী করবে এমন সংবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলালীগের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কসহ গুরুত্বপূর্ণ ৩০টি পয়েন্টে অবস্থান নেন।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।