ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চেক জা‌লিয়া‌তি মামলায় কারাগারে স্বেচ্ছা‌সেবক লী‌গ নেতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
চেক জা‌লিয়া‌তি মামলায় কারাগারে স্বেচ্ছা‌সেবক লী‌গ নেতা 

শরীয়তপুর: শরীয়তপুরে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগের পদপ্রত্যাশী মতিউর রহমান মামুনকে (৪৫) আটক করেছে মাদা‌রীপুর র‌্যাব-৮। পরে তাকে পালং ম‌ডেল থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকায় সিআর ৪৫২/১৬ চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজা হয় শরীয়তপুর সদর উপজেলার পূর্ব কাশাভোগ গ্রামের মাস্টার মজিবর রহমানের ছেলে মতিউর রহমান মামুনের। রোববার সন্ধ্যায় শরীয়তপুর থেকে মাদারীপুর র‍্যাব-৮ এর ডিএডি জিএম আনসার আলীর নেতৃত্বে র‍্যাবের একটি দল তাকে আটক করে পালং থানায় হস্তান্তর করে। সোমবার পালং থানা পুলিশ মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এছাড়াও তার বিরুদ্ধে মা‌নিকগঞ্জ ও শিবাল‌য়ে আরও দুটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।