ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

রাজনীতি

মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ: শেরীফা কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ: শেরীফা কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপি বলেছেন, প্রার্থীর নাম পড়তে পারে না বলেই এখনো অধিকাংশ ভোটার প্রতীক দেখে ভোট দেন। এমন বাস্তবতায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া যৌক্তিক হবে না।

দেশের অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমে ভোট নেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন। আসলে দেশের মানুষ নির্বাচনে ইভিএম চায় না। তারা মনে করে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক। সারা পৃথিবী যখন ইভিএম বর্জন করছে, তখন এতে নির্বাচন কমিশনের অতি উৎসাহ সবার মনে সন্দেহ সৃষ্টি করেছে। বর্তমান বাস্তবতায় মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে ৫ নভেম্বর জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় শেরীফা কাদেরের হাতে ফুল দিয়ে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মিঠু হাসান জাতীয় সাংস্কৃতিক পার্টিতে যোগ দেন।

শেরীফা কাদেরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন মোতাহার সিদ্দিকী, চম্পা মন্ডল, আব্দুল হান্নান, মোস্তফা জামান বাবু, ফয়েজ আহমেদ, নিগার সুলতানা রানী, ওমর ফারুক সুজন, হাবিবুল্লাহ ফকির, আনিচুর রহমান বাপ্পি, মিরাজ মেহেদী, আফসানা ইয়াসমিন, রাজু আহমেদ, পঙ্কজ দাস, জি এ রাজু, শাহাদৎ হোসেন স্বপন, পিয়ারুল হক হিমেল, মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, জিয়াউর রহমান, মিনি খান, আরাফাত ইসলাম সামী, মিঠু হাসান, খন্দকার দেলোয়ার জালালী।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।