ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীর পল্লবী জোনে বিএনপির সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
রাজধানীর পল্লবী জোনে বিএনপির সমাবেশ ছবি: জি এম মুজিবুর

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলীয় নেতা নুরে আলম, আব্দুর রহিম, শাওন প্রধানের হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর ১৬টি স্পটে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে মহানগর উত্তর বিএনপির আয়োজনে পল্লবী জোনের প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে পল্লবীর কালশি বালুর মাঠে এ সমাবেশ শুরু হয়।

 

ইতোমধ্যে রূপনগর, পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন।

সমাবেশে উপস্থিত হয়েছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কামরুজ্জামান রতন, নাজিম উদ্দিন আলম, সাইফুল আলম নীরব, যুবদল নেতা মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন, মোস্তফা জগলুল পাশা পাপেল, কৃষক দলনেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন, মহানগর উত্তর বিএনপি নেতা মুনসী বজলুল বাসিত আনজু, আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী ইউসুফ, এবি এম এ রাজ্জাক প্রমুখ।  

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ইতোমধ্যে তিনি সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।