ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সেনবাগে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২২
সেনবাগে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা এলাকায় জেলা পরিষদের সাবেক সদস্য ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলামকে (৫৩) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পরে সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিএনপি নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম একটি সালিশের বিষয়ে কথা বলতে শনিবার বিকেলে অর্জুনতলা এলাকায় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমগীর আলোর বাড়িতে যান। বিকেল ৪টার দিকে সেখান থেকে বিদায় নেন। বিদায় নিয়ে অর্জুনতলা চৌরাস্তার কাছাকাছি গেলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে আহত করে এবং একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় নিয়ে অচেতন অবস্থায় খালের পাশে ফেলে পালিয়ে যায়।  

স্থানীয় বাসিন্দা রিগান জানান, হামলাকারীরা জহিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পাশাপাশি পিটিয়েছে। রিপন ও রায়হান নামের দুজনের নাম জহিরুল তাকে বলেছেন। তিনি বিষয়টি পুলিশকেও জানিয়েছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলামের ওপর হামলার কথা তিনি শুনেছেন। হামলার শিকার জহিরের পারিবারিক কিছু ঝামেলা রয়েছে। তবে কেউ এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।