ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

রাজনীতি

মাগুরায় জামিন নিতে গিয়ে বিএনপির ২৩ নেতাকর্মী হাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
মাগুরায় জামিন নিতে গিয়ে বিএনপির ২৩ নেতাকর্মী হাজতে

মাগুরা: মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকসহ বিএনপি ও এর অন্যান্য সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে জামিন না দিয়ে হাজতে পাঠিয়েছেন আদালত।  

গত ২৭ আগস্ট বিএনপির সমাবেশের সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য আইনে ছাত্রদল ও বিএনপির ২৩ নেতাকর্মীর নামে মামলাটি দায়ের করেন।

জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজসহ ২৩ নেতাকর্মী আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীকে হাজতে পাঠানো হয়েছে। অসংখ্য মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।