ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পুলিশ অ্যাসল্ট মামলায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
পুলিশ অ্যাসল্ট মামলায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

রংপুর: পুলিশের ওপর হামলার (অ্যাসল্ট) অভিযোগে করা মামলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি ওয়াহেদুজ্জামান মাবুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক হাসিনুর রহমান মিলন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন মাবু।  জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার দুপুরে তিনি নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেছিলেন।

গত ৯ সেপ্টেম্বর গঙ্গাচড়ায় মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বিএনপির ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।