ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণস্থল পরিদর্শনে ভারতীয় প্রতিনিধিদল

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০
তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণস্থল পরিদর্শনে ভারতীয় প্রতিনিধিদল

বেনাপোল: ২টি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য স্থান পরিদর্শনে বুধবার ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।

ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে ৬শ ৬০ মেগাওয়াটের কয়লাভিত্তিক ২টি তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণস্থল দেখতেই তারা বাংলাদেশে আসেন।



বুধবার বিকেলে বাগেরহাটের রামপাল ও মংলা এলাকা পরিদর্শন করে যশোর হয়ে তাদের ঢাকায় যাওয়ার কথা রয়েছে।

ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) প্রতিনিধিদলে রয়েছেন এনটিপিসি চেয়ারম্যান অরূপ কুমার রায়, পরিচালক আই জে কাপুর, ডিকে জৈন ও ৩ জন প্রকৌশলী ।  

প্রতিনিধিদলকে বেনাপোল চেকপোস্টে অভ্যর্থনা জানান পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী (উৎপাদন) আবুল কাশেম, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও শিক্ষা) সঞ্জয় কুমার বণিক, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরেফিনসহ পিডিবির কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।