ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা: ঢাকার সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায় করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের হেমায়েতপুর ও জয়নাবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।  

দিনব্যাপী অভিযানে তিন শতাধিক বাসা-বাড়ির পাঁচ শতাধিক গ্যাস বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় প্রায় এক কিলোমিটার অবৈধ লাইনসহ প্রায় ২০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে। গ্যাস বিল বকেয়ার জন্য পাঁচটি, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহার করায় ১০টি এবং অবৈধ সংযোগ থাকায় ১১টিসহ মোট ২৬টি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।  

নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফাইজা ওয়াশ কারখানায় অবৈধ গ্যাস সংযোগের কারণে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
আরকেআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।