ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

দুই কোম্পানির বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
দুই কোম্পানির বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

ঢাকা: দুটি বিতরণ কোম্পানির বিদ্যুতের দাম আবারও বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে।

রোববার এ বিষয়ে গণশুনানির পর বিইআরসির মূল্যায়ন কমিটি বলেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুতের দাম ৪ দশমিক ৮৪ শতাংশ বাড়ানো যেতে পারে।

এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ৪ দশমিক ১৫ শতাংশ মূল্য বৃদ্ধি প্রয়োজন। এর মধ্য দিয়েই বিতরণ কোম্পানি দুটি লোকসান এড়াতে পারে বলে মূল্যায়ন কমিটি মনে করে।

এদিন দুপুরে বিইআরসি কার্যালয়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গণশুনানিতে ৪.৮৪ শতাংশ বাড়ানোর পক্ষে মতামত দেয় মূল্যায়ন কমিটি। বিকেলেই ওজিপাডিকোর গণশুনানি হয়।

এদিকে, পিডিবি তার প্রস্তাবে বলে, ১২ শতাংশ দাম না বাড়ালে তাদের চলতি অর্থবছরে ক্ষতি হবে ৫১৭ কোটি টাকা।

গণশুনানিতে অংশ নিয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, “এভাবে দফায় দফায় দাম বাড়ালে জনগণ বিদ্যুৎবিল জমা দেওয়া বন্ধ করে দিতে বাধ্য হবে। ”

গণশুনানি অংশ নেন বিইআরসির চেয়ারম্যান প্রকৌশলী ইমদাদুল হক, কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ ও দেলোয়ার হোসেন।

পিডিবির প্রস্তাবে বলা হয়েছে, সেপ্টেম্বর পরবর্তী প্রতি ইউনিট বিদ্যুতের দাম (গড়) ৬ টাকা করে আদায় হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ খরচ পড়ছে ৬.৭২ টাকা। ফলে প্রতি ইউনিটে তাদের ঘাটতি থাকছে ৭২ পয়সা। এতে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৫১৭ কোটি টাকা।

এদিকে, ওজোপাডিকোর প্রস্তাবে বিদ্যুতের দাম ৯ দশমিক ৫৯ শতাংশ বাড়ানোর কথা বলা হয়।

বিইআরসির চেয়ারম্যান ইমদাদুল বাংলানিউজকে বলেন, “আমরা গত বৃহস্পতিবার ‌আরইবির দাম বাড়ানোর প্রস্তাব বিষয়ে গণশুনানি করেছি। ”

বর্তমান সরকারের আমলে বিদ্যুতের দাম এরই মধ্যে সাতবার বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বর মাসে খুচরা ১৫ শতাংশ ও পাইকারি ১৭ শতাংশ দাম বাড়ায় বিইআরসি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
ইএস/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/আরআর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।