ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

‘বিদ্যুতের সিস্টেম লস শুভংকরের ফাঁকি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
‘বিদ্যুতের সিস্টেম লস শুভংকরের ফাঁকি’

ঢাকা: বিদ্যুৎ খাতে চলমান সিস্টেম লসকে শুভংকরের ফাঁকি হিসেবে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, এমপি।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে ‘বিদ্যুৎ সমস্যার সমাধান ও বিদ্যুতের মূল্য পরিস্থিতি: আগামীর পথনির্দেশনা’ শীর্ষক গণশুনানিতে সুবিদ আলী এ মন্তব্য করেন।



গণশুনানিতে বিজিএমইএ’র যুগ্ম-সচিব মোস্তাফিজুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুবিদ আলী বলেন, “ব্যক্তিগত প্রতিষ্ঠানে সিস্টেম লস থাকে না। সরকারি প্রতিষ্ঠানেই সিস্টেম লসের কথা শোনা যায়।

তিনি আরো বলেন, “সিস্টেম লসের দোহাই দিয়ে বিদ্যুৎ কোম্পানিগুলো একটা গোঁজা-মিলের সমাধান দেওয়ার চেষ্টা করে। সকল অপকর্ম ঢাকার একটি উপযুক্ত পদ্ধতি হলো সিস্টেম লস। ”

সুবিদ আলী বলেন, “আমাদের আরো বেশি দায়িত্বশীল ও দেশপ্রেমিক হতে হবে। চেষ্টা করতে হবে প্রকৃত সিস্টেম লসের তথ্য তুলে ধরতে। ”

গণশুনানিতে সংসদীয় কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক, মো. ইসরাফিল আলম, এইচ এন আশিকুর রহমান, বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার ইসলাম, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ইমদাদুল হক উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ, ভোক্তা প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা গণশুনানির সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৩
এসএইচ/সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।