ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শ্রীমঙ্গলে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩
শ্রীমঙ্গলে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে আরও ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে এ উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।



উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন. মৌলভীবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো আব্দুর রাজ্জাক খান. ডিজিএম প্রকৌশলী হাসানাত হাসান. টেকনিক্যাল ডিজিএম প্রকৌশলী মাইন উদ্দিন. পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুল আহাদ. ছাদিক আহমদ প্রমুখ।

পল্লী বিদ্যুতের টেকনিক্যাল ডিজিএম প্রকৌশলী মাইন উদ্দিন বাংলানিউজকে জানান, এ উপকেন্দ্রের মাধ্যমে প্রায় ১০ হাজার নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা সম্ভব হবে। প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ উপকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৩
সম্পাদনা: মাহমুদুল ইসলাম রনি ও রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।